পোস্টগুলি

অক্টোবর, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

লঞ্চে সন্তানের জন্ম, আজীবন বিনা ভাড়ায় যাতায়াত

ছবি
ঢাকা-বরিশাল পথে চলাচলকারী এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে মেয়ের জন্ম দিয়েছেন এক প্রসূতি। শনিবার গভীর রাতে ঢাকা থেকে বরিশালে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। মা ও নবজাতক মেয়ে সুস্থ আছে। লঞ্চটির কর্মচারীরা বলেন, শনিবার রাত সাড়ে ১১টার দিকে চাঁদপুরের ষাটনল এলাকার মেঘনা নদী অতিক্রমের সময় ওই প্রসূতি সন্তানের জন্ম দেন। নবজাতক নিরাপদে পৃথিবীর আলো দেখায় লঞ্চজুড়ে একটা উৎসবের আমেজ দেখা দেয়। লঞ্চের সুপারভাইজার নুর খান মাসুদ বলেন, খবরটি জানতে পেরে লঞ্চটির মালিকের স্ত্রী নবজাতকের নাম রেখেছেন নুসাইবা। এ ছাড়া লঞ্চ মালিক নিজাম উদ্দিন মৃধা ওই দম্পতি ও নবজাতক আজীবন এই কোম্পানির লঞ্চে বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবেন বলে ঘোষণা দেন। লঞ্চের কর্মচারীরা বলেন, বাকেরগঞ্জ উপজেলার দুধল এলাকার বাসিন্দা ফোরকান হাওলাদার ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। তাঁর সন্তানসম্ভবা স্ত্রী ফাহিমা বেগমকে নিয়ে শনিবার রাতে ঢাকা থেকে লঞ্চের কেবিনে করে বরিশালের উদ্দেশে যাত্রা করেন। রাত সাড়ে ১১টার দিকে স্ত্রীর প্রসবব্যথা ওঠে। ফোরকান তখন লঞ্চের অন্য যাত্রীদের বিষয়টি জানান। লঞ্চের যাত্রী দুই নারীর সহায়তায় ফাহিমা নিরাপদে সন্তান জন্ম দেন। লঞ্চে থাকা এ...

পুলিশি বাধায় বন্ধ শ্রমিকদের কফিন মিছিল, মহড়া দিল আ.লীগ

ছবি
পাটকল চালুর দাবিতে কফিন মিছিল কর্মসূচি ছিল রোববার বিকেলে। সকাল থেকেই খালিশপুরে দফায় দফায় মহড়া দেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা। প্লাটিনাম জুবিলী জুট মিলের সামনে  প্রথম আলো রাষ্ট্রায়ত্ত পাটকল পুনরায় চালুসহ ১৪ দফা দাবিতে খুলনায় শ্রমিকদের পূর্বঘোষিত কফিন মিছিল পুলিশি বাধায় বন্ধ হয়ে গেছে। রোববার বিকেল চারটায় ওই মিছিল হওয়ার কথা ছিল। মিছিলটির আয়োজন করেছিল পাটকল রক্ষা শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদ নামের একটি সংগঠন। এদিকে মিছিলের আগেই দুপুরে আয়োজক সংগঠনের তিনজনকে আটক করে পুলিশ। আটক তিনজন হলেন পাটকল রক্ষা শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদের সমন্বয়ক রুহুল আমিন, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিফ অনিক ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) আহ্বায়ক সুজয় বিশ্বাস। তাঁরা কফিন মিছিল আয়োজনের জন্য ক্রিসেন্ট জুট মিলের সামনে শ্রমিকদের জড়ো করছিলেন। পুলিশ বলছে, ওই মিছিল করার জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ থেকে কোনো অনুমতি দেওয়া হয়নি। ওই তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার সকালে খালিশপুর শিল্পাঞ্চল এলা...

গাছ বিক্রির ক্ষোভে মা-মেয়েকে কুপিয়েছেন, দাবি আটক তরুণের প্রতিনিধি প্রতিনিধিরায়পুর, লক্ষ্মীপুর প্রকাশ: ৪ অক্টোবর ২০২০,

ছবি
গাছ বিক্রি করার ক্ষোভ থেকে লক্ষ্মীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রী মরিয়ম বেগম ও স্কুলছাত্রী মেয়ে সাদিয়া আক্তারকে এলোপাতাড়ি কুপিয়েছেন বলে পুলিশের কাছে দাবি করেছেন আটক জাহিদ হোসেন (২০)। রোববার জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে বলেন, তিনি একাই এই ঘটনা ঘটিয়েছেন। এর সঙ্গে আর কেউ জড়িত ছিলেন না। শনিবার রাত ৯টার দিকে জেলার সদর উপজেলার বালাইশপুর গ্রামে ঘরে ঢুকে কোপানোর এই ঘটনা ঘটে। এতে মরিয়মের ডান হাতের কবজি ও বাম হাতের আঙুল প্রায় বিচ্ছিন্ন এবং মাথায় গুরুতর জখম হয়। ধারালো অস্ত্রের কোপে সাদিয়ার মাথা ও ঘাড়ে জখম হয়েছে। রাতেই জাহিদকে আটক করা হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার (এসপি) এ এইচ এম কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, জাহিদ জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি পুলিশকে বলেছে, মরিয়ম বেগমের স্বামী নবী উল্যা একটি কদম গাছ বিক্রি করেন। ওই কদম গাছ জাহিদদের বলে তাঁর দাবি। এ নিয়ে মরিয়মদের সঙ্গে জাহিদের প্রায়ই কথা-কাটাকাটি হতো। সেই ক্ষোভ থেকে পরিকল্পনা করে একাই তিনি এই হামলা চালিয়েছেন। পুলিশ তাঁর এসব কথা খতিয়ে দেখছে বলে এসপি জানান।